পুজোর কাউন্টডাউন শুরু। মাত্র কয়েক দিন বাকি আর পুজোর।মাথা থেকে পায়ের পাতা অবধি কী ভাবে সাজাবেন মহালয়া
থেকে পুজোর পাঁচদিন কী ভাবে সাজবেন তা নিয়ে প্রস্তুতি নিন আগে থেকেই।পায়ের
নখ থেকে মাথার চুল থেকে শরীরের ত্বক সবেরই যত্ন নিতে হবে এমন ভাবে যাতে পুজোমণ্ডপে
আপনাকে সকলের থেকে আলাদা লাগে। নিজেকে
সুন্দর ভাবে উপস্থাপনা করাটা একান্তই জরুরি।এই সময়টা বেশ কয়েকবার পার্লারে যাবেন
অবশ্যই। পেডিকিওর, মেনিকিওর, ফেশিয়াল করাবেন নিয়মিত। এই
ধারাবাহিক যত্নই আপনাকে পুজোর সময়
তিলে তিলে সুন্দর করে তুলবে। ফেশিয়াল ছাড়াও মুখে
ব্যবহার করুন ঘরোয়া টোটকা।পুজোর সময় চুলের স্টাইল পাঁচদিন কেমন
হবে সেটা আগে থাকতেই প্ল্যান করে নিন। পুজোর পোশাক
পরুন প্ল্যান
করে. নিজের
দৃষ্টিভঙ্গি অনুসারে উৎসবের মরসুমের সঙ্গে ম্যাচ করে সাজাবেন নিজেকে
সুন্দর ভাবে.
No comments:
Post a Comment